শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

রাজধানীতে তিন দিনে ১৩ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে গত তিন দিনে পৃথক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী নারীসহ পাঁচজন, অসুস্থ হয়ে দুই হাজতি, ছাদ থেকে পড়ে এক শিশু, দুজনের রহস্যজনকভাবে, ফাঁস নিয়ে এক তরুণী এবং চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঈদের পর দিন বৃহস্পতিবার সকালে বারিধারা নর্দা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় বিষতী রক্ষু (৪২) নামে এক আদিবাসী নারী নিহত হন। বিষতী ময়মনসিংহের ফুলপুর উপজেলার জাতিয়া গ্রামের গারোপাড়া জোহন চাম্বুর স্ত্রী। জোহন চাম্বু জানান, ঈদের ছুটিতে বিষতী তার সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। এদিকে ঈদের আগের দিন মঙ্গলবার রাত দেড়টার দিকে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় ব্রিজের নিচে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস আবদুল কাদেরকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় সুজন হওলাদার (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। অন্যদিকে, শাহবাগ এলাকায় ঈদের আগের দিন রাত ৮টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় শেরেবাংলানগরে পঙ্গু হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত (২৫) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল কালো গেঞ্জি ও ফুলফ্যান্ট। 
দুই হাজতির মৃত্যু : গত রবিবার বেলা ১টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাশেদ (৩২) নামে এক হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। এদিকে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সিরাজ (৪৫) নামে এক হাজতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী সবুজ। সেখানে তিনি মারা যান।
শিশুর মৃত্যু : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাফরুল এলাকায় ছাদ থেকে পড়ে তামান্না আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না উত্তর ইব্রাহীমপুরের ৩০৬ নম্বর বাড়িতে বাস করত।
দুজনের রহস্যজনক মৃত্যু : ঈদের আগের দিন সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর টাউন হল ডি ব্লকের ৪৪ নম্বর বাড়ি থেকে তোফায়েল আহম্মদ রানা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার এসআই মাসুদুর রহমান জানান, রানা তার স্ত্রী ইয়াসমিনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রাত ৮টার দিকে রিকশা করে যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিকশাচালক তাজুল ইসলাম (৬৫)। দ্রুত ওই রিকশার যাত্রী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাঁস নিয়ে তরুণীর মৃত্যু : বাড্ডায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস নেন শারমিন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দগ্ধ দম্পতির মৃত্যু : বুধবার কদমতলী থানার ৮২০ দক্ষিণ দনিয়া নূরপুরে ভাড়া বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে দগ্ধ হন মনির হোসেন (২৮) ও তার স্ত্রী নাজমা আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মনির এবং গতকাল নাজমা আক্তার মারা যান।

সর্বশেষ খবর