বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সর্বদলীয় মন্ত্রিসভা নিয়ে নীরব হেফাজত

সর্বদলীয় মন্ত্রিসভা নিয়ে নীরব দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। নির্বাচনকালীন মন্ত্রিসভার শপথের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হেফাজতে ইসলাম। তবে হেফাজত সংশ্লিষ্ট অন্যান্য ইসলামী দলের নেতারা সর্বদলীয় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সর্বদলীয় মন্ত্রিসভাকে 'মহাজোটের' মন্ত্রিসভা বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমাদ শফির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তিনি সর্বদলীয় সরকারের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামী বলেন, 'হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। তাই রাজনৈতিক বিষয়ে হেফাজত কোনো মন্তব্য করবে না।' নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ও হেফাজত নেতা আবদুর রশিদ ফাহিম বলেন, 'এটাকে সর্বদলীয় মন্ত্রিসভা না বলে, মহাজোটের মন্ত্রিসভা বলা উচিত। এ মন্ত্রিসভা দিয়ে নিরপক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই এ মন্ত্রিসভা মানি না।' ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগর যুগ্ম-সম্পাদক ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আহমেদ উল্লাহ বলেন, এরশাদকে গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা করতে সরকার সর্বদলীয় মন্ত্রিসভার নাটক করছে। তিনি বলেন, সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে হেফাজত আমির আল্লামা শফির সঙ্গে সাক্ষাৎ করিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছে সরকারের সঙ্গে হেফাজতের কোনো দূরত্ব নেই। আসলে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা সহজে মুছবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর