শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

গ্রুপ থিয়েটার দিবসে নানা কর্মসূচি

গ্রুপ থিয়েটার দিবসে নানা কর্মসূচি

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস আজ। মানুষ, সমাজ, দেশ ও শিল্পের প্রতি দায়বদ্ধ থেকে নাটকের সামগ্রিক দাবি আদায়ে ১৯৮০ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নাট্যকর্মীদের কাছে দিনটি গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস হিসেবে স্বীকৃত। দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিকাল সাড়ে ৩টায় নাটক সরণির (বেইলি রোড) গার্লস গাইডের সামনে থেকে নাট্যকর্মীরা সমবেত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করবে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আলোচনা সভা, জাগরণের নাট্য প্রদর্শনী ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাকশিল্পী নরেন বিশ্বাস পদক : বাকশিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে 'বাকশিল্পী নরেন বিশ্বাস পদক ২০১৩' দেওয়া হবে। এ বছরের পদকের জন্য মনোনীত হয়েছেন আবৃত্তি শিল্পী কাজী মদিনা।

 

 

সর্বশেষ খবর