শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

পুলিশি হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি

শিশু বিশেষজ্ঞ ডা. শাহ মুরাদুর রহমানের মুরাদের ওপর পুলিশী হামলার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে গতকাল কর্মবিরতি পালন করেছেন খুলনা শিশু হাসপাতালের চিকিৎসকরা। এ সময় তারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএমএ খুলনা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা। জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর খানজাহান আলী রোডের নাসির গার্ডেনে যান। কাজ সেরে বের হওয়ার সময় প্রধান সড়কে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি এসে নাসির গার্ডেনের নিচতলায় চিকিৎসকের চেম্বারে ঢুকে পিটিয়ে আহত করে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শাহ মুরাদুর রহমানকে। এ সময় তার কাছ থেকে মুঠোফোনসহ মানিব্যাগ ও হাতঘড়ি কেড়ে নেয় পুলিশ। ডা. মুরাদ আইডি কার্ড দেখিয়ে নিজেকে চিকিৎসক প্রমাণের চেষ্টা করলে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ে।

বোমার শব্দ শুনে একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান এলে তিনিও পুলিশের হেনস্তার শিকার হন। কনককে লক্ষ্য করে পুলিশ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজসহ গুলি করতে উদ্যত হন। হতভম্ব কনক রহমান বার বার নিজেকে সাংবাদিক প্রমাণের চেষ্টা করলে গালিগালাজের পরিমাণ বাড়তে থাকে।

সর্বশেষ খবর