শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

চেক জালিয়াতি রোধে গ্রাহক সম্মতিপত্র লাগবে

চেক জালিয়াতি রোধে ব্যাংক থেকে টাকা উত্তোলনে গ্রাহক সম্মতিপত্র জমা দিতে হবে। প্রাতিষ্ঠানিক হিসাবে এক লাখ টাকার বেশি হলেই সব ব্যাংকে সংশ্লিষ্ট হিসাবের গ্রাহকের সম্মতিপত্র নিতে হবে। তবে ব্যক্তি হিসাবে পাঁচ লাখ টাকার বেশি হলে এ সম্মতিপত্র জমা দিতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, সব করপোরেট প্রতিষ্ঠানের এক লাখ টাকা ও ব্যক্তি হিসাবে ৫ লাখ টাকার বেশি পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের এই সম্মতিপত্র জমা নিতে হবে।

গ্রাহক সম্মতিপত্র জমা না দিলে সংশ্লিষ্ট ব্যাংক ওই চেক ফেরত দিতে পারবে।

সর্বশেষ খবর