শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

নৌ-টার্মিনাল খুলে দেওয়ার দাবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার মাধ্যমে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নৌ-টার্মিনাল (ল্যান্ডিং স্টেশন) অতিসত্বর খুলে দেওয়ার দাবি করেছে আমরা সন্দ্বীপবাসী। গতকাল বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সি সদস্য ডা. রফিকুল মাওলা লিখিত বক্তব্যে এ দাবি করেন। লিখিত বক্তব্যে বলা হয়, বিআইডবি্লউটিএ কোনো দরপত্র ছাড়াই নভেম্বর মাসের জন্য এক ব্যক্তিকে ইজারাদার নিয়োগ করে। এ ব্যাপারে ইজারাদারের মালিকানাধীন ছাড়া নৌযান যাত্রীদের এটি ব্যবহার করতে দিচ্ছে না। অথচ আদালতের নির্দেশনা ও জেলা পরিষদের কালো তালিকাভুক্ত এ ইজারাদারের যাত্রী পারাপারের বৈধতাও নেই। ফলে যাত্রীদের ঠেলে দেওয়া হয়েছে চরম দুর্ভোগের মুখে।

গত এক মাস ধরে টার্মিনাল বন্ধ থাকায় ভাটার সময় যাত্রীদের কাদামাটি মাড়িয়েই সার্ভিস বোটে উঠতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. হাছান মোহাম্মদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেকান্দর বাদশা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, সন্দ্বীপ এডুকেশনের সভাপতি প্রকৌশলী কাজী মুহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর