শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ভারতের পররাষ্ট্র সচিবও আসছেন

বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে সংঘাতময় পরিস্থিতিতে নানান বিদেশি তৎপরতার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ৪ ডিসেম্বর এক দিনের সফরে ঢাকা আসছেন। সূত্র জানায়, হঠাৎ করেই ভারতের পররাষ্ট্র সচিবের সফরের কথা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে সফরের কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। তবে ঢাকার কূটনৈতিক পাড়ায় সুজাতা সিংয়ের সফরকে পলিটিক্যাল মিশন হিসেবেই দেখা হচ্ছে। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের মতভিন্নতার খবর বেশ ভালোভাবেই প্রচার হয়েছে। এখন সুজাতা সিংয়ের শেষ সময়ের সফর ঢাকার নির্বাচনী কূটনীতিতে নতুন কোনো মোড় আনতে পারে। অবশ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দূতিয়ালী করতে এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফরের খবর জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি আগামী ১২ ডিসেম্বর ঢাকায় আসবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর