শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

অটোরিক্সা চাপায় রাবি ছাত্রী নিহত

অটোরিক্সা চাপায় রাবি ছাত্রী নিহত

অটোরিক্সা চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।  আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাবরিনা জাহান সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি বগুড়ার কাহালু উপজেলায় হামিদুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সাবরিনা রোকেয়া হল থেকে তার বান্ধবী চারুকলা বিভাগের ছাত্রী সুমির সঙ্গে রিকশায় চড়ে বিনোদপুর বাজারে দিকে যাচ্ছিলেন। হঠাৎ রিকশার এক্সেল ভেঙ্গে তারা দুজন রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা সাবরিনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, সুমি আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাবির ছাত্রউপদষ্টো অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, 'সাবরিনার লাশ রাজশাহী মেডিকেল থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। দ্রুত তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।'

মতিহার থানার ওসি আব্দুল মজিদ জানান, অটোরিক্সা চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর