শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে গতকাল। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকারপ্রধান এবং পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ ও ওলামা লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ ছাড়াও বগুড়া, নাটোর, নওগাঁ, পাবনা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছেন।

এ উপলক্ষে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে সর্বস্তরের মানুষের ঢলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু লন্ডন ও দিলি্ল হয়ে '৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশের প্রিয় মাটিতে ফিরে আসেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. মহীউদ্দীন খান আলমগীর, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, রেলমন্ত্রী মুজিবুল হক, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, হাবিবুর রহমান সিরাজ, অ্যাডভোকেট শামসুল হক টুকু, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা মহানগর ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সূত্রাপুর থানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ, বাংলাদেশ তাঁতী লীগ, জাতীয় ঘাট শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সমিতি, বাংলাদেশ নৌকা মাঝি শ্রমিক লীগ, পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু হারবাল চিকিৎসক পরিষদ, কেন্দ্রীয় যুব শ্রমিক লীগ, সাধনা সংসদ, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদ, বঙ্গমাতা পরিষদ, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, রিকশা শ্রমিক লীগ, আওয়ামী তরুণ লীগ, হকার্স লীগ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ।

 

 

সর্বশেষ খবর