শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সিএনজি চালকসহ দুজনের মৃত্যু

রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলিয়াস (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বনানী ফ্লাইওভারের নিচ থেকে রেজাউল করিম (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইলিয়াসের খালাত ভাই কলিম উদ্দিন জানান, গতকাল বেলা ১টার দিকে অটোরিকশায় উত্তরখান থেকে যাত্রী নিয়ে কোথাও যাচ্ছিলেন ইলিয়াস। বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে অটোরিকশাটি থামিয়ে নিচে নামেন। পরে চায়ের এক দোকানদারকে 'আমার ভালো লাগছে না' বলেই মাটিতে পড়ে যান। পরে পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলিম উদ্দিন আরও জানান, কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ইলিয়াসকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল। তার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর