শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন মুসল্লিরা

টঙ্গী তুরাগ নদের (কহর দরিয়া) তীরে ২৪ জানুয়ারি শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমা। দ্রুত এগিয়ে চলছে সব প্রস্তুতি। এ উপলক্ষে প্রতিদিন টঙ্গী ও আশপাশ এলাকার শত শত মুসলি্ল স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। ইজতেমাকে সামনে রেখে ১৬০ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত হচ্ছে মুসলি্লদের থাকার ব্যবস্থা। উত্তর-পশ্চিমে তৈরি হচ্ছে বয়ান মঞ্চ। পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী মাদ্রাসা, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, স্থানীয় জনগণ ও শত শত মুসলি্ল দূর থেকে এসে প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বেচ্ছায় শ্রম দিতে আসা মুসলি্লরা কেউ মাটি কাটা, কেউ খুঁটি গাড়া, কেউবা ময়লা-আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির কাজ করছেন। স্থান সংকুলান না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রতি বছরের মতো এবারও জেলাওয়ারী খিত্তায় অবস্থান নেবেন মুসলি্লরা। ইজতেমা মাঠের নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর