শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
প্রার্থীদের নির্বাচনী ব্যয়

হিসাব দিতে হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে

হিসাব দিতে হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে

দশম সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়ায় বিজয়ী ও বিজিতদের ৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে। এবার প্রার্থীদের নির্বাচনী ব্যয় ছিল সর্বোচ্চ ২৫ লাখ টাকা। ভোটারপ্রতি সর্বোচ্চ ৮ টাকা ব্যয়ের সুযোগ ছিল। এবার প্রায় পাঁচ শতাধিক প্রার্থীকে হিসাব দিতে হবে। ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ৮ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করায় ৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যয় রিটার্ন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে এবং এফিডেভিটের অনুলিপি ডাকযোগে ইসি সচিবালয়ে পাঠাতে হবে। তিনি জানান, নির্ধারিত সময় এক মাসের মধ্যে ব্যয়ের হিসাব দাখিল করতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ-সংক্রান্ত বিধান লঙ্ঘনে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সংশ্লিষ্টরা। রিটার্নিং কর্মকর্তা এরই মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানান এ কর্মকর্তা। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা নিজেই কমিশনের পূর্বানুমতি ছাড়াই আইন অমান্যকারী প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে, প্রার্থীকে নির্বাচনী ব্যয় করার জন্য পৃথক একটি ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক। পৃথক ব্যাংক হিসাব থেকেই প্রার্থীকে নির্বাচনী ব্যয় করতে হয়। এ ছাড়া প্রতিটি খাতে ব্যয়ের ভাউচারসহ মোট হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করারও বিধান রয়েছে। তবে কোনো প্রার্থী ২৫ লাখ টাকার বেশি ব্যয় করতে পারবেন না। দশম সংসদ নির্বাচনের ৫৪৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এর মধ্যে ২৯২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ও ভোটে আওয়ামী লীগের ২৩১, জাতীয় পার্টির ৩৩, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫, জেপি ১, বিএনএফ ১, তরীকত ফেডারেশন ১ ও স্বতন্ত্র ১৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৮ আসনে পুনঃ ভোট শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের বিষয়টি প্রযোজ্য হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর