বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আজ রাতভর পূর্ণিমার গান

'পূর্ণিমা রাতে এসো মেতে উঠি জীবনের জয়গান শুদ্ধ সংগীত উৎসবে' এ স্লোগানকে ধারণ করে আজ সারা রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে চাঁদ দেখা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত পূর্ণিমার চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ধ্রুপদী বাংলা গানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ছাত্রলীগ নেতার ভুল স্বীকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে রাত যাপনের ঘটনা অস্বীকার ও নিজের ভুল স্বীকার করে সংবাদ সম্মেলন করলেন অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সেই ধর্মবিষয়ক সম্পাদক মাহিতোষ রায় টিটো। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকে প্রকাশিত ছাত্রী নিয়ে রাত যাপনের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই মেয়েটিকে গেস্টরুম থেকে উদ্ধার করা হয়। তবে সংবাদ সম্মেলনে টিটো ওই ছাত্রীকে রাতে হলে নিয়ে আসার জন্য নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ খবর