বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

উপজেলা নির্বাচনেও ভাগবাটোয়ারার ষড়যন্ত্র চলছে : বিএনপি

দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ নিজেদের মধ্যে আসন ভাগবাটোয়ারা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার ‘এ-বি-সি’ এ রকম একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বাদ দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি, আওয়ামী লীগের প্রার্থীদের জেতানো যায়। এ জন্য বিএনপি-সমর্থিত প্রার্থীদের গুম, হত্যা, মামলা ও  গ্রেফতার করা হচ্ছে। বিএনপির এই নেতার অভিযোগ, রাজশাহীর চারঘাট উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, যিনি এবারের উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী, তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জামিনে মুক্তি পাওয়ার পরও নাটোরের একজন ও সিংগাইরের দুজন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত সোমবার আবারও ধরে নিয়ে গেছে। রিজভী বলেন, বিএনপির  নেতা-কর্মীদের গ্রেফতারের নামে বাণিজ্য চলছে। হয় টাকা দিয়ে তাদের ছাড়া পেতে হচ্ছে, না হলে নিত্য নতুন মামলার মুখে তাদের পড়তে হচ্ছে।
 

সর্বশেষ খবর