সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

রমনার নিরাপত্তায় উড়বে কপ্টার, থাকবে রোবট

আকাশে উড়বে র‌্যাবের হেলিকপ্টার। জমিনে থাকবে রোবট। সব ধরনের নাশকতা নস্যাৎ করতে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত সোয়াত থাকবে গুরুত্বপূর্ণ পয়েন্টে। র‌্যাবের তিন হাজার সদস্য থাকবে টহল, নজরদারি আর তল্লাশিতে। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে পুলিশের ১২ হাজার সদস্য। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ দল রয়েছে সদাপ্রস্তুত। আজ পহেলা বৈশাখে রমনা বটমূলের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমনা বটমূলের পুরো নিয়ন্ত্রণ গতকাল থেকেই রয়েছে পুলিশের কাছে। বটমূলের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

সর্বশেষ খবর