সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
সোয়া ৯ কোটি টাকা আত্মসাৎ

এবি ব্যাংকের ২০ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

জাল সঞ্চয়পত্রের মাধ্যমে ৯ কোটি টাকা আত্মসাতের দায়ে আরব-বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে এ চার্জশিট দাখিল করেন। আসামিরা হলেন- ব্যাংকের সিনিয়র অফিসার এম এম মাকসুদ মজুমদার, জালিয়াত চক্রের সদস্য আতিকুর রহমান, তৌহিদ মাহমুদ, নজরুল ইসলাম, আবদুল খালেক, ওমর চন্দ্র, আবদুল কাইয়ুম মোল্লা, মো. জামাল উদ্দিন হাওলাদার, মো. দুলাল হাওলাদার, জাকির শেখ, কাজী জসিমুল ইসলাম, জাকির হোসেন. মো. শাহ আলম, তানভীর মাশফু, এইচ এম বারিক, আমিনুল ইসলাম, আইনুল হক, আসাদুজ্জামান মিঠু, মো. নুরুজ্জামান ফকির ও মিসেস মুরশিদা আফরিন। দুদক সূত্র জানায়, ভুয়া প্রতিষ্ঠানের নামে একটি চক্র জালিয়াতি করে সঞ্চয়পত্রের বিপরীতে ব্যাংক থেকে ৯ কোটি ২৭ লাখ ৯১ হাজার টাকা আত্মসাৎ করে।
 

সর্বশেষ খবর