শনিবার, ২৩ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

আত্মগোপনে বরিশালে সর্বহারা ক্যাডাররা

সন্ত্রাসী কালা জলিল নিহত

বরিশালের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জে র‌্যাবের সঙ্গে দিনদুপুরে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ ক্যাডার হত্যা ও অস্ত্রসহ আট মামলার পলাতক আসামি জলিল ওরফে কানা জলিল নিহত হওয়ার পর অন্যরা আত্মগোপনে চলে গেছেন। দীর্ঘদিন পর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কানা জলিল নিহত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকালে বন্দুকযুদ্ধের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই অনেকে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আবার এলাকায় থেকেও অনেকে গা-ঢাকা দেন। গতকালও তাদের অনেককেই আর প্রকাশ্যে হাটবাজারে দেখা যায়নি। যদিও র‌্যাব বলেছে, তালিকাভুক্ত শীর্ষ সর্বহারা-সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছেন তারা। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো রকম অপকর্ম করলে তাদের আর রক্ষা নেই। র‌্যাব-৮ এর এক কর্মকর্তা জানান, কানা জলিল নিহত হওয়ার পর সর্বহারা নেতা ও জনপ্রতিনিধি তার নিজ বাসা থেকে বের হচ্ছেন না। লাইসেন্সধারী একটি আগ্নেয়াস্ত্রের আড়ালে অবৈধ অস্ত্র নিয়ে দলবলসহ ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে। এ ছাড়া তালিকাভুক্ত অনেক সর্বহারা-সন্ত্রাসী এলাকা ছেড়ে পালিয়েছে বলে তিনি জানান।

এদিকে বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব বাদী হয়ে বাবুগঞ্জ থানায় সরকারি কাজে বাধাদান ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই এই দুটি মামলা করেন।

 

 

সর্বশেষ খবর