শনিবার, ২৩ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

‘লঞ্চ দুর্ঘটনায় এবারই সিআরপিসি আদালতে মামলা হয়েছে’

‘ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন নৌমন্ত্রণালয় কঠোর তদারকিতে ছিল। ১২ দিনের মাথায় যখন যাত্রীদের চাপ অনেকটাই কমে এসেছে, তখন মুনফালোভী মালিকের লোভের কারণে কয়েকগুণ যাত্রী বোঝাই করায় পদ্মায় ভয়াবহ পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা ঘটে। সাধারণত লঞ্চ দুর্ঘটনায় মেরিন কোর্টে মামলা হয়। এবারই প্রথম সিআরপিসি আদালতে মামলা হয়েছে। যে কারণে মালিক ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল বিকালে সার্কিট হাউসে পদ্মায় লঞ্চ দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

 

সর্বশেষ খবর