শনিবার, ২৩ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

নাসিক-২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন আজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়, মিজমিজি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্য আনন্দলোক উচ্চবিদ্যালয়সহ মোট ৮টি ভোট কেন্দ্রের ৫০টি বুথে ভোট নেওয়া হবে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক থাকবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন। নির্বাচনে শান্ত পরিবেশ রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও দায়িত্বপালন করবে। সব মিলিয়ে প্রশাসনের প্রায় তিন শতাধিক সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে এ ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নিহত হওয়ায় ওয়ার্ডটি শূন্য হয়। নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের মামাতো শ্যালক মাসুম রানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ২০-দলীয় জোট সমর্থন দেয় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনকে। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিনের কর্মীরা সমর্থন দেন নিহত নজরুলের স্ত্রী ও আওয়ামী লীগ সমর্থক সেলিনা ইসলাম বিউটিকে। অন্যদিকে আওয়ামী লীগের একটি পক্ষ সমর্থন দেয় মাসুম রানাকে। অন্য নেতা-কর্মীরা নীরবে সমর্থন দিচ্ছেন যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনকে।

 

 

সর্বশেষ খবর