শনিবার, ২৩ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

নব্য-উদারবাদ সুবিধাবঞ্চিতদের জন্য সুফল বয়ে আনেনি

ড. কামাল হোসেন

নব্য-উদারবাদ সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য সুফল বয়ে আনেনি বলে মন্তব্য করেছেন সংবিধানপ্রণেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বিশ্বায়নের ফলে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে অগ্রগতি অর্জন করবে আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। নব্য-উদারবাদের ফলে ওপরতলার মানুষের অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু যারা দরিদ্র বা সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির ছিল, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'বাঙলার পাঠশালা' আয়োজিত দুই দিনব্যাপী 'দক্ষিণ এশিয়ায় নব্য-উদারবাদ' শীর্ষক সেমিনারের তৃতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। 'নব্য-উদারবাদের রাজনৈতিক অর্থনীতি' শীর্ষক ওই অধিবেশনে আলোচক ছিলেন তিনি।

সর্বশেষ খবর