শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

\\\'বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততা ঢাকতেই আবোল তাবোল\\\'

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা ঢাকতেই খালেদা জিয়া ও তারেক রহমান আবোল-তাবোল বকছেন। হঠাৎ করে মা-ছেলে কেন জাসদ ও আমাকে নিয়ে এসব বলছেন? কেন অস্থিরতা প্রকাশ করছেন? তাদের মূল উদ্দেশ্য, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকা এবং তার দুষ্কর্ম আড়াল করা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের জবাবে মন্ত্রী গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খালেদা জিয়া গত সোমবার এক অনুষ্ঠানে বলেন, মতিয়া চৌধুরী বলেছিল- শেখ মুজিবের লাশ দিয়ে ডুগডুগি বানাবে। আর ইনুরা বলেছিল- শেখ মুজিবের লাশ কবর না দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে।

আজ এই মতিয়া-ইনুরাই আওয়ামী লীগের দোস্ত হয়েছে। কাফফারা দিয়ে মন্ত্রী হয়েছেন, নিজেদের মন্ত্রিত্ব ঠিক রাখতে আওয়ামী লীগের জন্য দরদে ফেটে পড়ছেন।

হাসানুল হক ইনু এর জবাবে বলেন, 'আমরা হালুয়া-রুটির ভাগ-বাটোয়ারার জন্য মহাজোটে অংশগ্রহণ করিনি। রাজনৈতিক কারণেই আমরা বিরোধিতা করি, রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের সঙ্গে জোট করি। খালেদা জিয়াকে ইতিহাস মেনে নিতে হবে। আপনার স্বামী খুনি ছিলেন, তিনি খুনিদের সমর্থনও করেন। খন্দকার মোশতাকের কাছ থেকে জিয়াউর রহমানই প্রথম সুবিধা নিয়েছেন। তিনি সেনাপ্রধান হয়েছেন। জিয়াউর রহমানই খুনিদের সম্মানিত করেছেন। জেনারেল জিয়ার এসব দুষ্কর্ম আজ প্রকাশ্যে চলে আসায় এগুলো আড়াল করতেই মা-ছেলে আবোল-তাবোল বকছেন। জিয়াউর রহমান হচ্ছেন ইতিহাসের খলনায়ক, বহু হত্যার নায়ক।'

তথ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু সরকারের সময় জাসদের অবস্থান কী ছিল, তা সবাই জানেন। গোপন কোনো অবস্থান ছিল না, সবই ছিল প্রকাশ্য। আমরা কখনো ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত ছিলাম না।' তিনি বলেন, 'রাস্তার কোনো লোকের তথ্যবিহীন বিভ্রান্ত লেখা পত্রিকায় ছাপা হয়েছে, আর সেটা নিয়ে বেগম জিয়া, তারেক রহমান জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব প্রচারণা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। ইচ্ছা করেই এসব বিভ্রান্তিকর তথ্যবিহীন লেখা ছাপা হচ্ছে।' এসব লেখা ছাপার আগে পত্রিকা কর্তৃপক্ষকে সত্যতা যাচাইয়ের জন্য আহ্বান জানান ইনু।

বঙ্গবন্ধুকে খালেদা জিয়ার 'শেখ সাহেব' সম্বোধন নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, 'তাকে জাতির জনক সম্বোধন করবেন। তা না করলে শেখ মুজিবুর রহমান বলবেন। শেখ সাহেব শেখ সাহেব বলবেন না। তিনি আপনার পিতার বয়সী, তাকে নিয়ে বালখিল্যতা করবেন না।'

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'মোশতাক শপথ নেওয়ার সময় ইনু আত্মগোপনে ছিল। মোশতাকের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আর ইনু বা তাহের কারোরই বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না। মোশতাক সরকার গঠনের ৪৮ ঘণ্টার মধ্যে জাসদ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।'

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর