শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

অভিজ্ঞতা বিনিময়ে চসিকে গাজীপুর সিটি করপোরেশন

নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় শহর থেকে শহরে অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে চট্টগ্রামে এসেছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রসহ অন্য। ৩৬ জনের প্রতিনিধি দলের তিন দিনের এ কর্মসূচির নেতৃত্ব দিবেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। গতকাল রাত নয়টায় প্রতিনিধি দল চট্টগ্রামে পৌঁছায়।

 

চসিক সূত্রে জানা যায়, ইউপিপিআর প্রকল্পের পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন পূর্বক অভিজ্ঞতা বিনিময় করবে। তাছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব উদ্যোগে পরিচালিত ১৮টি কলেজ, ৪৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডার গার্টেন স্কুল, ৬টি কম্পিউটার ইনস্টিটিউট, কারিগরি শিক্ষা, মিডওয়াইফারি শিক্ষা, হেলথ টেকনোলজি, ৪১টি আরবান হেলথ সেন্টার, তিনটি মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করবেন তারা।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, গাজীপুর সিটি করপোরেশন প্রথম নির্বাচনের পর চসিকের কর্মকাণ্ড পরিদর্শনপূর্বক অভিজ্ঞতা বিনিময় করবে। গাজীপুরের মেয়রের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে থাকছেন ১৪ কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান হিসাব কর্মকর্তা, কমিউনিটির নেতা ও প্রকল্পের কর্মকর্তারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর