শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ

বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের পারফরম্যান্সে আইএমএফ সন্তুষ্ট। তাই তারা আগামীতে আরও বিনিয়োগ করবে। গতকাল আইএমএফের আবাসিক প্রতিনিধি স্টেলা কেনডেরার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলানগরে মন্ত্রীর নিজ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী মাসে আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এ সময় স্টেলা কেনডেরা বলেন, বর্তমানে এক বিলিয়ন ডলারের ইসিএফ ঋণ চলমান রয়েছে। এ জন্য বাংলাদেশকে বেশকিছু ক্ষেত্রে সংস্কার করতে হয়েছে। আরও কিছু করতে হবে। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আইএমএফ মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, এলএমজি টার্মিনাল- এ ধরনের প্রকল্পে কারিগরি সহায়তা দিতে পারে। একনেকে ২৭০ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন এদিকে, ২৭০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী, একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেছেন, বর্তমানে দুর্যোগের পরিমাণ বাড়ছে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হচ্ছে। দুর্নীতি কমাতে সরকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ, বিদ্যমান মৌজা ম্যাপস অ্যান্ড খতিয়ানগুলোর কম্পিউটারাইজড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর