শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

১২৮ কর্মকর্তার বিদেশ সফরের ঘটনা তদন্তে কমিটি

তালিকায় এমপির নাম না থাকায় ক্ষোভ

১২৮ কর্মকর্তার বিদেশ সফরের ঘটনা তদন্তে কমিটি

তিন বছরে রাজউক ও গণপূর্ত অধিদফতরসহ বিভিন্ন সংস্থার ১২৮ জন কর্মকর্তার বিদেশ সফরের ঘটনা তদন্তে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা ১০ থেকে ১৫ দিন বিদেশ সফর করলেও কোন দেশ এবং কেন সফর করেন সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত তথ্য দিতে পারেনি। এ ছাড়া বিদেশ সফরের তালিকায় মন্ত্রীর নাম থাকলেও কোনো এমপি না থাকায় তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কমিটির সদস্যরা। এ ছাড়া  রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী রাজধানীর যেসব বহুতল ভবন নির্মাণ করা হয়নি, রাজউকের মনিটরিং কমিটিকে পরিদর্শন করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী  কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। একই সঙ্গে প্লট বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখতে সংসদীয় কমিটি রাজউকের কাছে বিস্তারিত তালিকা চাইলেও তারা শুধু কোন কোটায় কতটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সে তথ্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি কমিটির আগামী বৈঠকে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গতকালের বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্নে করতে হাতিরঝিল এলাকার নিরাপত্তায় পৃথক থানা স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে আগামী বছরের জুনের মধ্যে হাতিরঝিল প্রকল্পের কাজ সমাপ্ত করতে সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি দর্শনার্থীদের সুবিধার্থে রাজউকের তত্ত্বাবধানে হাতিরঝিলে ক্যাফেটেরিয়া স্থাপন, ঝিলের পানি দূষণ রোধে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনেরও সুপারিশ করেছে। বৈঠকে হাতিরঝিল এলাকায় দুর্ঘটনা বা যৌনকর্মীদের আনাগোনা, মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি-ছিনতাই, ইভটিজিং, খুন করে লাশ ফেলে রাখা ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডের খবরে অসন্তোষ প্রকাশ করা হয়। নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ যেন হাতিরঝিল পরিদর্শনের আগ্রহ হারিয়ে না ফেলে সেজন্য নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের আলাদা ইউনিট স্থাপনের সুপারিশ করা হয়। হাতিরঝিলের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ কমিটিকে জানান, ১৮ কিলোমিটার প্রকল্প এলাকার সীমানায় ৫টি থানা থাকার কারণে একে-অন্যের ওপর দায় চাপাতে চায়। এটাই এখানকার অপরাধ বাড়ার অন্যতম কারণ।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর