শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

আজহারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীরাঙ্গনার ক্ষতিপূরণ দাবি

আজহারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীরাঙ্গনার ক্ষতিপূরণ দাবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এক বীরাঙ্গনার জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল প্রসিকিউটর তুরিন আফরোজ এ আবেদন জানান। একাত্তরে ওই নারী রংপুর টাউন হলে পাকিস্তানি সেনা ও রাজাকার ক্যাম্পে নির্যাতিত হন। আজহার এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগ। যুক্তিতর্ক শেষে জামায়াতের এ নেতার সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। আজ আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হওয়ার কথা। প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, 'মুক্তিযুদ্ধে নির্যাতিত, লাঞ্ছিত ও ধর্ষিতদের বিষয়ে রাষ্ট্র সবসময়ই নীরব ভূমিকা পালন করেছে। সেখানে এই নারী ট্রাইব্যুনালে এসে জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরে নিজে ধর্ষিত হওয়ার বর্ণনা দিয়েছেন।' তুরিন বলেন, 'একজন বীরাঙ্গনার যুদ্ধ কখনোই শেষ হয়ে যায় না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আমরা ওই নারীর জন্য ক্ষতিপূরণ চাচ্ছি।'

আবদুল আলীম আইসিইউতে : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী আবদুল আলীমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গত রাতে তাকে হাসপাতালের প্রিজন সেল থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর