বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শনাক্ত হয়নি মহিউদ্দিন চৌধুরীর হুমকিদাতা

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হত্যার হুমকিদাতা এখনো শনাক্ত হয়নি। সোমবার রাতে নগরীর জিইসি সার্কেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন মহিউদ্দিন চৌধুরীর মুঠোফোনে ইন্টারনেট ফোনে এই হুমকি দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) প্রকৌশলী হাছান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌদিআরব থেকে ফোনটি করা হয়। তবে ইন্টারনেটের মাধ্যমে অবস্থানগত কোনো কারসাজি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, মুঠোফোনে কেটে ফেলা, মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এদিকে, মহিউদ্দিন চৌধুরীকে হত্যা হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ খুলশী থানা। মিছিলটি নগরীর এমইএস কলেজ থেকে শুরু হয়ে জিইসি মোড় এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, উপ-সম্পাদক ইলিয়াস উদ্দিন, সদস্য আলী রেজা পিন্টু, নাজমুল সাকিব, শওকত আলম, নগর ছাত্রলীগের সদস্য মাহের আসেফ বাবু, শওকত আলী, রুবেল সরকার, শাহাদাত হোসেন হীরা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর