তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অশান্তিবাদী ও সন্ত্রাসবাদী নেত্রী হিসেবে উল্লেখ করে বলেছেন, উনি ৫ জানুয়ারির নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করতে ব্যর্থ হওয়ার পর থেকে আন্দোলনের নামে নিছক সন্ত্রাসবাদের চর্চা করার চেষ্টা করছেন। গতকাল কুষ্টিয়ার মিরপুরে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশ ও আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু আরও বলেন, বেগম খালেদা জিয়ার অতীতের অবস্থানও সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী। নির্বাচনের কথা বলে তিনি জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী ও পারিবারিক অপরাধ আড়াল করার চেষ্টা করছেন। মন্ত্রী খালেদা জিয়াকে সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী পথ পরিহার করে গণতন্ত্রের ভাষায় কথা বলারও আহ্বান জানান।