রাজধানীতে ধর্ষণের পর স্কুলছাত্রী ফারজানা আক্তার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে গতকাল গুলশান নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে এলাকার কয়েকশ মানুষ গুলশান নতুন বাজারে সড়ক অবরোধ করেন। এরপর তারা সেখানে টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে সড়ক অবরোধের পাশাপাশি ভাটারা থানা ঘেরাও করেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারীদের কর্মসূচি চলার সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা শুরু হয়। এ সময় টিয়ার-শেল নিক্ষেপ করে পুলিশ এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রভাবশালী রেজাউল কন্ট্রাক্টরের ছেলে সৌরভ শিশু ফারজানাকে ধর্ষণ শেষে হত্যা করে। এলাকাবাসী নির্যাতনকারী সৌরভের বিচার দাবি করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, সড়ক অবরোধ করে আন্দোলনরত এলাকাবাসী যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। তখনই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, স্কুলছাত্রী ফারজানা হত্যার ঘটনায় সৌরভকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভাটারার সুজনটেক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় ফারজানা আক্তারের (৯) লাশ উদ্ধার করে পুলিশ। ফারজানা স্থানীয় সোলমাইদ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ফারুক হোসেন।