শিরোনাম
শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রেলে দুই-তৃতীয়াংশ খালাসির পদ শূন্য

রেলে দুই-তৃতীয়াংশ খালাসির পদ শূন্য

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দফতরে মঞ্জুরিকৃত খালাসি ৩ হাজার ১০০ পদের প্রায় ২ হাজার ১০০টি শূন্য রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৪২৫-এর মধ্যে ৯৯১ ও পশ্চিমাঞ্চলে ১ হাজার ৬০০-এর মধ্যে ১ হাজার ১০০টি খালাসি পদ শূন্য আছে। তা ছাড়া আগামী ডিসেম্বরেই দুই অঞ্চল থেকে অবসরে যাচ্ছেন প্রায় দুই শতাধিক খালাসি। এর মধ্যে চলমান খালাসি ১ হাজার ৪৪১টি পদের নিয়োগ প্রক্রিয়া মামলা জটিলতার কারণে স্থগিত হয়ে আছে। এতে রেলের উৎপাদনমুখী কারখানা, বৈদ্যুতিক বিভাগ, সংকেত ও টেলিযোগাযোগ, প্রকৌশল বিভাগ এবং বিভিন্ন দফতরের কাজকর্মসহ ট্রেন পরিচালনা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উদ্বিগ্ন হয়ে পড়ছেন রেলের শীর্ষ কর্মকর্তারাও।

পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট (ওয়ার্কস) মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে ওয়ার্কশপসহ রেলের বিভিন্ন দফতরে খালাসি পদের জনবল সংকট আছে। দ্রুত নিয়োগ না হলে ট্রেন চলাচল কঠিন হয়ে পড়বে। পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, খালাসি পদের নিয়োগ স্থগিতের বিষয়ে ঊধ্বৃতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, কোনো অসুবিধা হবে না।

পূর্বাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, পূর্বাঞ্চলে ১ হাজার ৪২৫টি খালাসি পদের মধ্যে ৯৯১টি শূন্য রয়েছে। এদের মধ্যে যান্ত্রিক (সিএমই) ৫২৭, বৈদ্যুতিক (সিইই) ২৫৪, সরঞ্জাম ৬৯, সংকেত ও টেলিযোগাযোগে (সিএসটিই) ১১৪, মেডিকেল (সিএমও) ১৭, সংস্থাপন (সিপিও) ২, বাণিজ্য (সিসিএম) ৪ ও প্রকৌশল বিভাগে (সিই) ৪টি পদ শূন্য রয়েছে। একইভাবে পশ্চিমাঞ্চলেও প্রায় ১ হাজার ৬০০-এর মধ্যে ১ হাজার ১০০ পদই শূন্য রয়েছে।

জানা গেছে, মামলা জটিলতায় হাইকোর্টের নির্দেশে ছয় মাস স্থগিত হয়ে গেছে রেলওয়ে পূর্বাঞ্চলের খালাসির ১ হাজার ৪৪১ পদের নিয়োগ প্রক্রিয়া। ১৬ সেপ্টেম্বর এ স্থগিতাদেশ দেওয়া হয়। আদেশে গেটকিপার, ট্রলিম্যান, চৌকিদার ও সুইপারের নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হলেও এর আগেই এ নিয়োগ সম্পন্ন হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর