প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পীরগাছা উপজেলায় ৬ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ৬ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার চৌধুরানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া আনসারী, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, তানজিমা রুমি, মোংলাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদত হোসেন, সুফিয়া খাতুন এবং কুতুব্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান। সোনিয়া আনসারী ছাড়া অপর পাঁচজন ওই কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক সমাপনী পরীক্ষা কমিটির সভাপতি আলেয়া ফেরদৌস জাহান জানান, গত ২৪ নভেম্বর পিএসসির বাংলা বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষকদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত শিক্ষকরা জরিমানা প্রদান করায় তাদের কারাগারে যেতে হয়নি জানান তিনি।