শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বগি ছারপোকামুক্ত করার উদ্যোগ

আন্তঃনগর ট্রেনগুলোকে ছারপোকা মুক্ত করতে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ১ ডিসেম্বর থেকে সূবর্ণা, গোধূলি ও তূর্ণা নিশিথার চলাচলরত ট্রেনের তিনটি বগি প্রথম দিকে ওয়ার্কশপে নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে (বিশেষ করে নন-এসি) সবগুলো বগি ওয়াশ করা হবে। একই সঙ্গে এ উদ্যোগের কারণে প্রতিটি ট্রেনের ১৮টি বগির মধ্যে ১৭টি করে চলাচল করবে। তবে ট্রেনগুলোর প্রতিটি সিটের কাপড় পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়ে পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী (সিএমই) হারুনুর রশীদ বলেন, আন্তঃনগরের ওই তিনটি ট্রেনের সব বগি ১৫ দিনের মধ্যে ছারপোকাসহ নানাবিধ সমস্যা দূর করার চেষ্টা অব্যাহত থাকবে। এতে যাত্রীরা নিরাপদ ও আরও আরামদায়ক ভ্রমণ করতে পারেন। এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দফতর থেকে এক দাফতরিক নির্দেশনাও রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর