রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডব্লিউ-এর মহাপরিচালক আহমেট উজুমচু বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়। গতকাল নেদারল্যান্ডে ওপিসিডব্লিউ সদর দফতরে রাসায়নিক অস্ত্রবিষয়ক বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মাদ সফিউল হকের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। ওপিসিডব্লিউর জাতীয় কর্তৃপক্ষগুলো বাৎসরিক সভা উপলক্ষে জেনারেল বেলাল নেদারল্যান্ড সফর করছেন। সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওপিসিডব্লিউর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক দফতরের পরিচালক মার্ক আলবোন।