পুরান ঢাকার ওয়ারীতে গভীর রাতে আরিফ হোসেন সোহাগ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন তার বন্ধুরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাপ্তান বাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, নিহতের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বেজগাঁও গ্রামে। সোহাগ পরিবারের সঙ্গে ওয়ারীর র্যাংকিং স্ট্রিটের ৮ নম্বর ফরচুন টাওয়ারের সি-১০ ফ্ল্যাটে থাকতেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ৩টার দিকে কাপ্তান বাজার সিটি করপোরেশন কার্যালয়ের ভিতরে সোহাগকে বেধড়ক মারধর করেন তার বন্ধুরা। এ সময় তার হাত ভেঙে দেওয়া হয়। কপাল ও মাথায় প্রচণ্ড আঘাত পান সোহাগ। গুরুতর অবস্থায় রাতে তাকে কাপ্তান বাজারের কসাইগলিতে ফেলে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে সোহাগকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার এসআই স্বপন কার্তিক দে জানান, রাতে সোহাগের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে গতকাল মর্গে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। এ সময় মর্গে নিহতের ভাই রবিন মোল্লা জানান, সোহাগের বন্ধুরা তাকে হত্যা করেছেন। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সোহাগকে তার বন্ধুরা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছেন। এ ঘটনায় রবিন মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।