এই দেশের মানুষকে সব সময় শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। হাড়ভাঙা পরিশ্রমের টাকা আদায় করতে সংগ্রাম ও রক্ত ঝরাতে হয়। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এ দেশের শ্রমিকরা বিশ্বের কাছে শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নবম বার্ষিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার শ্রমিক নেত্রী নায়েমেকা রেকান্ডা এসব কথা বলেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর সিনিবাস রেটি, ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের এইচ মহাদেব, সংগঠনের সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য ড. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ। তিনি বলেন, বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার আদর্শে বিশ্বাসী এ দেশের মানুষ মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বার বার প্রতিবাদে শামিল হয়েছেন। ম্যান্ডেলাও এ দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশে এসেছিলেন। এ দেশের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন। আফ্রিকার মতো এ দেশের শ্রমিকরাও প্যালেস্টাইন, সিরিয়া, ইরাকসহ মধ্যপ্রাচ্যে মার্কিনিদের গণহত্যা সমর্থন করে না।