মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইজতেমায় তিন স্তরের নিরাপত্তা

দুই পর্বে বিশ্ব ইজতেমা আগামী ০৯, ১০ ও ১১ জানুয়ারি শুক্র, শনি ও রবিবার ও ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি শুক্র, শনি ও রবিবার টঙ্গীর তুরাগ পাড়ে অনুুষ্ঠিত হবে। প্রথম পর্বে ১১ জানুয়ারি ও দ্বিতীয় পর্বে আগামী ১৮ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবারও দুই পর্বে প্রায় পাঁচ লাখ মুসল্লি অংশ নেবেন বলে তাবলিগ সূত্র নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইবোলা ভাইরাসে আক্রান্ত পাঁচটি দেশের মুসল্লিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী ৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশে হরতাল ও অবরোধের মতো কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানানো হবে সরকারি ও বিরোধী দলের প্রতি। বিশ্ব ইজতেমায় ভিসা না পাওয়া দেশগুলো হলো- লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরালিওন, গিনি ও মালি। জঙ্গি সম্পৃক্ততার কারণে তিন দেশের নাগরিকদের ওপর বিশেষ নজরদারি রাখা হবে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও র‌্যাব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর