বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চলাচলে সতর্ক বিদেশিরা কূটনীতিকদের বৈঠক

বাংলাদেশের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করছেন ঢাকার বিদেশি কূটনীতিকরা। তারা গণমাধ্যম থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুই নেত্রীর বক্তব্য পর্যালোচনা করছেন। সেই সঙ্গে নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতাও জারি করেছেন। একাধিক কূটনৈতিক সূত্রের খবর, পশ্চিমা রাষ্ট্রগুলোর দায়িত্বরত কয়েকজন কূটনীতিক শনি, রবি ও সোমবার রাতে দুটি পৃথক ক্লাবে তিন দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন। অনানুষ্ঠানিক এসব বৈঠকে তারা মূলত পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করেন। পরে সোমবার ঢাকার দুই নেত্রীর বক্তব্য হাতে পাওয়ার পর সেগুলোও পর্যালোচনা করেন। এর মধ্যে জার্মান দূতাবাসের এক কূটনীতিক গিয়েছিলেন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে। ইট-বালুর ট্রাকের ব্যারিকেডের বাইরে গাড়ি রেখে হেঁটে কার্যালয়ে প্রবেশ করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই কূটনীতিক। কিন্তু দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়ে দেন দেখা করা সম্ভব নয়। মূলত খালেদা অবরুদ্ধ কিনা সেটি পরীক্ষা করতেই ওই কূটনীতিক গিয়েছিলেন সেখানে। পুলিশ সদস্যদের বক্তব্য জানার পর সেখানে কালবিলম্ব না করে ফিরে আসেন তিনি। অন্যদিকে, ঢাকায় বিদেশি দূতাবাসগুলো নিজ দেশের নাগরিকদের ঢাকাসহ সারা দেশে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে সর্বশেষ বার্তায় বলেছে, সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভের ইঙ্গিত আছে। শান্তিপূর্ণ বিক্ষোভও  যে কোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংস পরিস্থিতির দিকে যেতে পারে। ফলে সব সময়েই চোখ-কান খোলা রেখে চলাচল করতে হবে।
যুক্তরাষ্ট্রের উদ্বেগ : এদিকে বার্তা সংস্থা বিডিনিউজ জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। একজন মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। জানমালের এই ক্ষতিতে আমরা মর্মাহত। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা পায় তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।
 সেই সঙ্গে সহিংসতা ও সন্ত্রাসের পথ পরিহারের জন্য সব দলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর