বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সাংবাদিক পেটালেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসানকে রুমে ডেকে ছাত্রলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাকিবুল দৈনিক ইত্তেফাক ও অনলাইন পত্রিকা এবিনিউজ২৪.কম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠান নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এক নেতার নাম নিচের দিকে ছাপা হওয়ায় রাকিবুলকে মারধর করা হয়। রাকিবুল বলেন, '৪ জানুয়ারি চুয়েটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর প্রকাশিত হয় এবিনিউজ২৪.কম-এ। প্রতিবেদনটিতে ছাত্রলীগের চুয়েট শাখার কয়েকজন যুগ্ম আহ্বায়কের নাম প্রকাশিত হয়। তাদের মধ্যে একজন যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দীনের নাম সবার শেষে লেখা হয়। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করেছে চুয়েট ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক এবং মোসলেহর অনুসারী আশরাফ-উল-নাঈম।' রাকিব জানান, গত সোমবার মধ্যরাতে শহীদ তারেক হুদা হলের ৩২০ নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে যান নাঈম। এরপর রাকিবুলের কাছে প্রতিবেদনে মোসলেহ উদ্দীনের নাম সবার পরে লেখার কারণ জানতে চান তিনি।

সর্বশেষ খবর