বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সিপিবি-বাসদ গোলটেবিল বৈঠক

জনগণের ভবিষ্যৎ ধ্বংসে দক্ষ হয়ে উঠছে ক্ষমতাসীনরা

জনগণের ভবিষ্যৎ ধ্বংস করতে ক্ষমতাসীনরা দক্ষ হয়ে উঠেছে। একের পর এক ব্যাংক 'লুট' হচ্ছে। হাতেগোনা কয়েকজন মানুষ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর রাজনৈতিক ক্ষমতা এই লুটপাটের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত 'লুটপাটের রাজনৈতিক অর্থনীতি' শীর্ষক গোলটেবিলে গতকাল বক্তারা এসব কথা বলেন। মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত এ গোলটেবিলে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সৈয়দ আবু জাফর আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, অধ্যাপক এম এম আকাশ, ড. বিনায়ক সেন, অধ্যাপক আনু মুহাম্মদ, বাসদ সম্পাদক খালেকুজ্জামান।

সর্বশেষ খবর