বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রেললাইনের নিরাপত্তায় আনসার ভিডিপি

রেললাইনের নিরাপত্তায় আনসার ভিডিপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জেলার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় চার হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। রেললাইন উপড়ে ফেলা বা রেল চলাচলে নাশকতা প্রতিরোধ করতে এ ব্যবস্থা নেওয়ার জন্য আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান। এদিকে আমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, রেলে নাশকতা প্রতিরোধে রেল শ্রমিক লীগ গঠন করছে 'নাশকতা প্রতিরোধ স্কোয়াড'। এ ছাড়া বিশেষ স্পর্শকাতর স্পট, স্টেশন, প্লাটফর্ম, রেললাইনগুলোতে যাতে নাশকতা না হয় সে বিষয়ে রেল প্রশাসন বিশেষ নজরদারি গ্রহণ করেছে। রেলওয়ে পুলিশেরও বিশেষ টিম গঠন করে রেলের বিভিন্ন স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারিতে রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম। তিনি বলেন, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পূর্বাঞ্চল রেলওয়েতে ১ হাজার ২১ জনের পুলিশের 'বিশেষ টিম' দায়িত্ব পালন করছে। রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অতিরিক্ত টিমও টহলে থাকবে। রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দ বলেন, অবরোধ ও হরতালের সময় রেলে যে নাশকতার সৃষ্টি হয় তা প্রতিরোধ করতে রেল শ্রমিক লীগ নিজেদের কর্মীদের নিয়ে 'নাশকতা প্রতিরোধ স্কোয়াড' কমিটি গঠন করবে। এ নিয়ে রেলের ৬০টি শাখা কমিটির নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনাও দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠক করে এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করা হবে।

রেল শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, রেলে নাশকতার বিষয়ে কমলাপুর রেলস্টেশন, রাজশাহী এবং চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে একাধিকবার জরুরি মিটিং করা হয়েছে। কুমিল্লা, লালমনিরহাট, লাকসাম, সীতাকুণ্ড ও চট্টগ্রামে বেশি নাশকতার ঘটনা ঘটে। এতে বেশি নজরদারি প্রয়োজন। রেল রক্ষায় শ্রমিক লীগের নেতা-কর্মীরা সব-সময় প্রস্তুত।

 

 

সর্বশেষ খবর