বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
অবরোধ

পর্যটন ব্যবসায় ধস

পর্যটন ব্যবসায় ধস

পর্যটন মৌসুমের শুরুতে ব্যাপক পর্যটক সমাগমের সম্ভাবনাকে মাথায় রেখে কক্সবাজারের পর্যটক নির্ভর ব্যবসায়ীসহ হোটেল-মোটেলগুলোর ব্যাপক প্রস্তুতি ভেস্তে যেতে বসেছে। ৫ জানুয়ারির রাজনৈতিক কর্মসূচি এবং অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ রাজনৈতিক মাঠ উত্তাল হয়ে ওঠায় দেশের প্রধান পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটক শূন্য। বছরের শুরুতে কিছুদিন পরিবার নিয়ে সময় কাটানোর ইচ্ছা নিয়ে কক্সবাজার সৈকতে কিছু পর্যটক থাকলেও রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচি ও আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির আশঙ্কায় তাড়াহুড়া করে অনেক পর্যটক কক্সবাজার ছেড়েছেন। এমনিতেই পর্যটনের ভর মৌসুমে বিদায়ী বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে উপর্যুপরি দুই দফা হরতালে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটেনি। আর এ কারণেই অন্যান্য বছরের মতো তেমন জমজমাট হয়নি থার্টিফাস্টের অনুষ্ঠানও। তবুও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন বছরের প্রথম থেকেই হয়তো মাস-দুয়েক সৈকতে পর্যটকের ঢল নামবে। চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, পুষিয়ে নেওয়া যাবে ক্ষতি। গতকাল বিকালে কক্সবাজার সৈকতে সরেজমিন দেখা গেছে, দীর্ঘ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের বসার জন্য যেসব পর্যটক ছাতা রয়েছে সে সবের বেশিরভাগ পর্যটক শূন্য। পর্যটনের এমন ভর মৌসুমে বিশ্বের দীর্ঘতম সৈকতে পর্যটকে গিজ গিজ করার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি হয়ে পড়েছে উল্টো। সৈকতের পর্যটক ছাতার ব্যবসায়ী হাসান বলেন, থার্টিফাস্টের আগেও উপর্যুপরি হরতালে পর্যটকরা তেমন বেড়াতে আসতে পারেননি। আর এবার ৫ জানুয়ারির কর্মসূচির কারণে যারা বেড়াতে এসেছিলেন তারাও ঘরে ফিরে গেছেন। এ কারণে আমাদের ব্যবসা লাটে উঠেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর