বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ইফার মতবিনিময় সভা

প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে মুসলমানরা

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মুসলমানরাই প্রথম উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। আজকের পাশ্চাত্যের পণ্ডিতরা ইসলামকে একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে রেখে দিতে চায়। মুসলমানদের মধ্যে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টির জন্য নানা মতবাদকে সামনে আনা হচ্ছে। গতকাল আগারগাঁওয়ের নিজস্ব মিলনায়তনে ‘দীনি শিক্ষা বিস্তারে ইসলামিক ফাউন্ডেশনের করণীয়’ শীর্ষক সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, লিবারেল আর্টস (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ূন খালিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. জসীমউদ্দিন আহমেদ।
 

সর্বশেষ খবর