শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়

ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়

নির্বাচনী হাওয়া লেগেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডে। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি রাজপথ। এই ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর প্রার্থী কাফরুল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন। তার সব স্বপ্ন অনেক আগে থেকেই আবর্তিত হয়েছিল এই ওয়ার্ডের উন্নয়নকে কেন্দ্র করে। আওয়ামী লীগের আস্থাভাজন হওয়ায় ইতিমধ্যে এলাকার উন্নয়নে অনেক কাজও করেছেন তিনি। এ ছাড়া সব শ্রেণির মানুষের সুখে-দুঃখেও পাশে থাকেন এই নেতা। এবার ডিজিটাল ওয়ার্ড গড়ার স্বপ্ন পূরণে ওয়ার্ডবাসীর অকুণ্ঠ সমর্থন চান তিনি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাস্তাঘাট প্রশস্ত করা, মসজিদ-মাদ্রাসা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করব। অন্যদিকে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে আদর্শ ওয়ার্ডে পরিণত করার পাশাপাশি এলাকায় একটি কমিউনিটি সেন্টার ও কবরস্থান করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। কাফরুল থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, 'আমি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট সংস্কারে কাজ করব। এ ছাড়া সিটির সব সমস্যা সমাধানে উদ্যোগ নেব। এলাকার ম্যাপ তৈরি করে নিরাপত্তার ব্যবস্থা করব। যুবকদের সচেতন করে তাদের নানা উন্নয়ন কাজে লাগাব। অপর প্রার্থী ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন বলেন, আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এ ছাড়া এলাকার সব সমস্যা সমাধানে কাজ করব। মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সামাজিক সমস্যা সমাধানে জোর চেষ্টা চালাব। আওয়ামী নেতা আজহারুল হক ফেরদৌস বলেন, আমার প্রধান কাজ হবে এলাকার উন্নয়ন করা। বিশেষ করে রাস্তাঘাট, পানির লাইন, রাস্তার লাইট সমস্যার সমাধান করব সবার আগে। তিনি বলেন, নির্বাচিত হলে সিটির সব নাগরিকসেবা নিশ্চিত করার ব্যবস্থা করব। অন্যদের মতো রাজনীতি নিয়ে ব্যবসা করব না। জনগণের সেবা করতে চাই।

 

সর্বশেষ খবর