শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বর্জ্যের গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বর্জ্যের গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্দ্যে অতিষ্ঠ ওয়ার্ডবাসী। নির্বাচিত প্রতিনিধি না থাকায় নূ্যনতম নাগরিক সেবাও পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা। আবাসিক এলাকার মধ্যে উন্মুক্ত ড্রেনেজব্যবস্থা। বর্জ্যের গন্ধে ঠিকমতো চলাফেরা, খাওয়া-দাওয়া করতে পারছেন না বাসিন্দারা। এ ছাড়া এলাকায় নেই কোনো কবরস্থান, কমিউনিটি সেন্টার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ ওয়ার্ডে বেশির ভাগ রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে দক্ষিণ কাফরুল ঝিলপাড় ও আইসক্রিম ফ্যাক্টরি এলাকার রাস্তার বেহাল দশা। এ ছাড়া রজনীগন্ধা সুপার মার্কেট এলাকা থেকে হাইটেকের মোড় এলাকায় ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়। এসব এলাকার বাসিন্দারা বর্জ্যের গন্ধে রাতে ভালো করে ঘুমাতেও পারেন না।

 

 

সর্বশেষ খবর