রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
পাল্টাপাল্টি কর্মসূচি

রাজশাহী বোর্ডে মুখোমুখি চেয়ারম্যান ও শিক্ষকরা

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম শ্রেণির দুই কর্মকর্তা নিয়োগ ও ১২ জনের পদোন্নতি নিয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও শিক্ষকরা। এ নিয়ে এক সপ্তাহ ধরে শিক্ষকরা চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করছেন। তবে তাদের এ আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান অধ্যাপক আবুল হায়াত। জানা গেছে, অধ্যাপক আবুল হায়াত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই একজন ব্যক্তিগত সহকারী ও কো-অর্ডিনেটর নিয়োগ দেন। পাশাপাশি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ১২ জনকে পদোন্নতি দিয়েছেন। এ নিয়োগ নিয়ে আপত্তি ছিল কলেজ শিক্ষক ফ্রন্টের। তারা নিয়োগ বাতিলের দাবি জানায়। কিন্তু বোর্ড চেয়ারম্যান শিক্ষকদের দাবি না মানায় তারা বিক্ষোভ, শিক্ষা বোর্ড ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পক্ষান্তরে পাল্টা কর্মসূচি হিসেবে বোর্ড কর্মচারীরা চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন করেছেন। রাজশাহী কলেজ শিক্ষক ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা জানান, অভিভাবকদের টাকায় বোর্ড চলে। সেই টাকা অনিয়মের মাধ্যমে খরচের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান। এ কারণে তারা আপত্তি জানিয়েছেন। নিয়ম না মেনে দুজনকে নিয়োগ ও ১২ জনের পদোন্নতি দেওয়া হয়েছে। বোর্ডের নিয়মে কর্মকর্তা নিয়োগের একক এখতিয়ার চেয়ারম্যানের নেই। তবে শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবুল হায়াত বলেন, 'শিক্ষক ফ্রন্ট যে অভিযোগ করছে তা সঠিক নয়।

সর্বশেষ খবর