রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

উপাচার্য হতে শিক্ষক নেতাদের দৌড়ঝাঁপ

উপাচার্য হতে শিক্ষক নেতাদের দৌড়ঝাঁপ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ জন শিক্ষক সেই পদে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। তবে জানা গেছে, আলোচনায় রয়েছেন তিন শিক্ষক নেতা। বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের অভিমত, এ তিন শিক্ষক নেতা থেকেই দেওয়া হবে উপাচার্য নিয়োগ। অনেকেই শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে বায়োডাটাও জমা দিয়েছেন। সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক জানিয়েছেন এসব তথ্য। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়সূত্রেও এ ব্যাপারে আভাস পাওয়া গেছে। সূত্র জানায়, ডেপুটেশনে থাকা বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আখতার হোসাইন বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। অতীতে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও (প্রায় ছয় মাস) দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয়ে গুঞ্জন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার ও অধ্যাপক ড. লুৎফুল হাসান সরকার বিভিন্ন নীতিনির্ধারক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বায়োডাটা দিয়েছেন বলেও জানা গেছে।

সর্বশেষ খবর