রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
শেষ হলো মোটর শো

রেসিংয়ে মাতলেন গাড়িপ্রেমীরা

রাজধানীতে রোমাঞ্চকর রেসিংয়ে মাতলেন গাড়িপ্রেমীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা রেসিংয়ে চালক হিসেবে অংশ নিয়েছেন ৪০ জন। তাদের মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়েছেন দুজন নারী চালক। মনোমুগ্ধকর এ রেসিং দেখতে কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গ্রাউন্ডে ঢল নামে হাজারো গাড়িপ্রেমীর।
আইসিসিবিতে সেমস্ গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. ও সেমস্ বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী দশম নিটল নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা মোটরবাইক শো-২০১৫ উপলক্ষে এ রেসিং আয়োজন করেছে বাংলাদেশ মোটর স্পোর্টস। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী গতকাল রাতে শেষ হয়েছে। সরেজমিনে দেখা যায়, বালুময় রাস্তা, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সবার আগে গন্তব্যে পৌঁছাতে চাইলেও পারছেন না চালক। আবার রাস্তার ট্র্যাকের মধ্যে রয়েছে একাধিক টার্নিং পয়েন্ট। এসব টার্নিং পয়েন্ট অতিক্রমের পাশাপাশি দক্ষতা প্রমাণ করেই দখল করতে হবে শীর্ষস্থান। প্রতিযোগিতায় একজন করে চালক গাড়ি চালিয়ে বিভিন্ন টার্নিং পয়েন্ট অতিক্রম করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। সময় কাউন্ট করছেন আয়োজকরা। আয়োজকরা জানান, গাড়ির সিসি অনুযায়ী চারটি গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতা হয়। সাধারণ ও করপোরেট কার নামে দুটি গ্রুপে গাড়িগুলোকে ভাগ করা হয়। এ কার রেসিংয়ে প্রথমবারের মতো নারী চালক হিসেবে অংশ নেওয়া বারিধারা এলাকার গৃহিণী সৈয়দা সিরহানা হক অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই অনেক খুশি।
 

সর্বশেষ খবর