মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল

ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল

সিলেটের পাঠানটুলায় স্কলার্স হোমের ১১ তলা ভবনে ফাটল দেখা দেয় -বাংলাদেশ প্রতিদিন

সিলেটে ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল দেখা দেওয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ফাটল দেখা দেওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, ভূমিকম্পে সিলেটের স্কলার্সহোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাসের ভবনে ফাটল দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ক্লাস চালিয়ে যেতে চাইলে গতকাল সকালে অভিভাবকরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ একদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করে।
স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক শাকির হোসাইন জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে ১১ তলা ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করেন। স্কলার্সহোম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী জানান, ফাটল মেরামতের জন্য মঙ্গলবার পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।
স্কলার্সহোম স্কুলের নির্মাণ প্রকৌশলী মাতাসিন আলী জানান, ভূমিকম্পে নয়, নির্মাণ ত্রুটির কারণেই ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের আগেও দেয়ালে ফাটল ছিল। মেরামত না হওয়ার কারণে বা ভূমিকম্পে ফাটল একটু বড় হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ঠিকাদারের বিরুদ্ধে নিুমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলীদের দায়িত্বে অবহেলা ও অনিয়মে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনির্মিত মতিহার হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১টার দিকে এর প্রতিবাদে মতিহার হলের সামনে মানববন্ধন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের আবাসিক শিক্ষার্থী রেজাউল করিম শামীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী বোরহান উদ্দিন বাপ্পী।
ইডেনের ছাত্রীহলে ফাটল : ভূমিকম্পে ঢাকা ইডেন কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২৯টি কক্ষে ফাটল দেখা দেওয়ায় ছাত্রীরা হল ছেড়েছেন। গতকাল দুপুরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর ছাত্রীরা হল ছাড়তে শুরু করেন। বিকাল ৪টার মধ্যে হলটি খালি করা হয়।

সর্বশেষ খবর