মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নিরাপত্তা চেয়েছেন তাবিথ আউয়াল

ভোটকে সামনে রেখে নিরাপত্তা চেয়েছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের কাছে অনুলিপিও দিয়েছেন এ মেয়র প্রার্থী। আবেদনে তাবিথ উল্লেখ করেছেন, বর্তমান সহিংস পরিস্থিতিতে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। সশস্ত্র নিরাপত্তা রক্ষী ছাড়া নিরাপত্তাহীন মনে করছি। ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় কাল ২৯ এপ্রিল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। তবে শেষ পর্যন্ত তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেনি নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর