মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

উপাচার্য না থাকায় সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়

১৭ এপ্রিলের পর অভিভাবকশূন্য হয়ে পড়েছে দক্ষিণের কোটি মানুষের স্বপ্নের বরিশাল বিশ্ববিদ্যালয়। ড. হারুনর রশীদ খানের মেয়াদ শেষে উপাচার্যের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভিসি না থাকায় আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক সব সিদ্ধান্ত। সদ্য বিদায়ী ভিসি একাই ১২টি বিভাগের চেয়ারম্যান, পাঁচটি ফ্যাকাল্টির ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এসব পদে কাউকে দায়িত্ব দিয়ে না যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। বিশেষ করে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না সংশ্লিষ্টরা। ফলে মহাসংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র জানায়, পরীক্ষা নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা ভিসি না থাকায় পাঁচটি বিভাগের ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফল আটকে গেছে। নতুন ভিসি না আসা পর্যন্ত এ ফল প্রকাশ করা যাচ্ছে না। এক কর্মকর্তা জানান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনে ভিসির স্বাক্ষরের প্রয়োজন হয়। চলতি মাসের মধ্যে ভিসি নিয়োগ না হলে ১০০ শিক্ষকসহ ৩৫০ কর্মকর্তা-কর্মচারী এপ্রিলের বেতন-ভাতা আটকে যাওয়ার আশঙ্কা করছেন।

সর্বশেষ খবর