মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চাঁদাবাজি করতে গিয়ে প্রতারক আটক

সিলেট নগরীতে এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন আহ্বাব হোসেন বাচ্চু (২৭) নামের এক 'প্রতারক'। তিনি নিজেকে কখনো সংবাদকর্মী আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ ওঠেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জেলরোডের কামরুল মেটালের মালিক কামরুল ইসলামের কাছে 'চাঁদা চাইতে' গেলে তাকে আটক করে পুলিশে দেন ব্যবসায়ীরা। বাচ্চু নগরীর নয়াসড়ক আল হেলাল ৫১ নম্বর বাসার মৃত ফরিদ উদ্দিনের ছেলে। কামরুল মেটালের স্বত্ব্বাধিকারী কামরুল ইসলাম বলেন, 'কয়েকদিন ধরে বাচ্চু নিজেকে কখনো সাংবাদিক ও কখনো ডিবি পুলিশ পরিচয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। রবিবার রাতে চাঁদা নিতে এলে তিনি স্থানীয় ব্যবসায়ীদের অবহিত করেন। পরে ব্যবসায়ীরা তাকে আটকে পুলিশে দেন।'

কোতোয়লি থানার ওসি জানান- আহ্বাব হোসেন বাচ্চু একজন প্রতারক।

সর্বশেষ খবর